কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিনজনকে যাবজ্জীবন

রাজধানীর কামরাঙ্গীরচরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।এছাড়া, দুই শিশুকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১২ মার্চ ২০২৫)
ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন—বগুড়ার ধুনট উপজেলার ফরিদপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে মোহন, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাতী গ্রামের মো. মিজানের ছেলে সাব্বির এবং শরীয়তপুরের পালং মডেল থানার চিকন্দী গ্রামের কামাল ওরফে আবুল কালামের ছেলে রাসেল। তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অপ্রাপ্তবয়স্ক দুই আসামিকে ১০ বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে, এই দুই শিশু আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২০ সালের ১৭ জুন আসামিরা ভিকটিমকে কামরাঙ্গীরচর থানাধীন হাসান নগরের একটি নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় নিয়ে ধর্ষণ করে।
এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্ত শেষে কামরাঙ্গীরচর থানার পরিদর্শক মোহাম্মদ মোস্তফা আনোয়ার পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতিফলন ঘটেছে।